বুখারি হাদিস নং ১৬৯০ – উমরা আদায়কারী ব্যক্তি যদি অবরুদ্ধ হয়ে যায়।

হাদীস নং ১৬৯০

আবদুল্লাহ ইবনে ইউসুফ রহ………নাফি রহ. থেকে বর্ণিত যে, হাঙ্গামা চলাকালে আবদুল্লাহ ইবনে উমর রা. উমরার নিয়ত করে মক্কায় রওয়ানা হওয়ার পর বললেন, বায়তুল্লাহর পথে বাঁধাগ্রস্ত হলে, তাই করব যা করেছিলাম আমরা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সঙ্গে । তাই তিনি উমরার ইহরাম বাঁধলেন। কেননা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -ও হুদায়বিয়ার বছর উমরার ইহরাম বেঁধেছিলেন।