হাদীস নং ১৬৮৯
সাঈদ ইবনে আবু মারইয়াম রহ………আসলাম রহ. থেকে বর্ণিত, তিনি বলেন, মক্কার পথে আমি আবদুল্লাহ ইবনে উমর রা.-এর সঙ্গে ছিলাম। সাফিয়্যা বিনতে আবু উবায়দ রা.-এর গুরুতর অসুস্থ হওয়ার সংবাদ তাঁর কাছে পৌঁছল। তখন তিনি গতি বাড়িয়ে দিলেন। (পশ্চিম আকোশের) লালিমা অদৃশ্য হবার পর সাওয়ারী থেকে নেমে মাগরিব ও ইশা একসাথে আদায় করেন। তারপর বলেন, আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে দেখেছি, সফরে দ্রুত চলার প্রয়োজন হলে তিনি মাগরিবকে বিলম্ব করে মাগরিব ও ইশা একসাথে আদায় করতেন।