হাদীস নং ১৬৭২
মুসাদ্দাদ রহ……….আসওয়াদ রহ. থেকে বর্ণিত যে, আয়িশা রা. বললেন, ইয়া রাসূলাল্লাহ ! সাহাবীগণ ফিরেছেন দুটি নুসুক (অর্থাৎ হজ্জ এবং উমরা) পালন করে আর আমি ফিরছি একটি নুসুক (শুধু হজ্জ) আদায় করে। তাকে বলা হল, অপেক্ষা কর। পরে যখন তুমি পবিত্র হবে তখন তানঈমে গিয়ে ইহরাম বাঁধবে এরপর অমুক স্থানে আমাদের কাছে আসবে। এ উমরা (এর সাওয়াব) হবে তোমার খরচ বা কষ্ট অনুপাতে।