বুখারি হাদিস নং ১৬৫৫

হাদীস নং ১৬৫৫

আবদুল্লাহ ইবনে আবদুল ওয়াহহাব রহ………..খালিদ ইবনে হারিস রহ. থেকে বর্ণিত, তিনি বলেন উবায়দুল্লাহ রহ.-কে মুহাসসাব সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, তিনি নাফি রহ. থেকে আমাদের কাছে বর্ণনা করলেন যে, তিনি বলেছেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর ও ইবনে উমর রা. সেখানে অবতরণ করেছেন। নাফি রহ. থেকে বর্ণিত, রয়েছে যে, ইবনে উমর রা. মুহাসসাবে যুহর ও আসরের সালাত আদায় করতেন। আমার মনে হচ্ছে, তিনি মাগরিবের কথাও বলেছেন। খালিদ রা. বলেন, ইশা সম্পর্কে আমার কোন সন্দেহ নেই এবং তিনি সেখানে কিছুক্ষণ নিদ্রা যেতেন। এ কথা ইবনে উমর রা. নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই বর্ণনা করতেন।