হাদীস নং ১৬৫৪
ইবরাহীম ইবনে মুনযির রহ……….নাফি রহ. থেকে বর্ণিত, তিন বলেন, ইবনে উমর রা. দু’ পাহাড়ের মধ্যস্থিত যু-তুয়া নামক স্থানে রাত যাপন করতেন। এরপর মক্কার উচু গিরিপথের দিক থেকে প্রবেশ করতেন। হজ্জ বা উমরা আদায়ের জন্য মক্কা আসলে তিনি মসজিদে হারামের দরজার সামনে ব্যতীত কোথাও উট বসাতেন না। তারপর মসজিদে প্রবেশ করে হজরে আসওয়াদের কাছে আসতেন এবং সেখান থেকে তাওয়াফ আরম্ভ করতেন এবং সাত চক্কর তাওয়াফ করতেন। তিনবার দ্রুতবেগে আর চারবার স্বাভাবিক গতিতে। এরপর ফিরে এসে দু’রাকআত সালাত আদায় করতেন এবং নিজের মনযিলে ফিরে যাওয়ার আগে সাফ-মারওয়ার মধ্যে সায়ী করতেন। আর যখন হজ্জ বা উমরা থেকে ফিরতেন তখন যুল-হুলাইফা উপত্যকার বাতহা নামক স্থানে অবতরণ করতেন, যেখানে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতরণ করেছিলেন।