বুখারি হাদিস নং ১৬৫০ – (মিনা থেকে) প্রত্যাবর্তনের দিন আবতাহ নামক স্থানে আসরের সালাত আদায় করা।

হাদীস নং ১৬৫০

মুহাম্মদ ইবনে মুসান্না রহ……..আবদুল আযীয ইবনে রুফায় রহ. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস ইবনে মালিক রা.-কে বললাম, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মনে রেখেছেন আমন কিছু কথা আমাকে বলুন। তারবিয়ার দিন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুহরের সালাত আদায় করেছেন ? তিনি বললেন, মিনাতে। আমি বললাম, প্রত্যাবর্তনের দিন আসরের সালাত কোথায় আদায় করেছেন ? তিনি বললেন, আবতাহ নামক স্থানে। (তারপর বললেন) তুমি তাই কর যেভাবে তোমার শাসক গণ করেন।