হাদীস নং ১৬৪৭
আবু নুমান রহ………ইকরিমা রহ. থেকে বর্ণিত যে, তাওয়াফে যিয়ারতের পর হায়েয এসেছে এমন মহিলা সম্পর্কে মদীনাবাসী ইবনে আব্বাস রা.-কে জিজ্ঞাসা করলেন। তিনি তাদের বললেন, সে রওয়ানা হয়ে যাবে। তার বললেন, আমরা আপনার কথা গ্রহণ করব না এবং যায়েদের কথাও বর্জন করব না। তিনি বললেন, তোমরা মদীনায় ফিরে গিয়ে জিজ্ঞাসা করে নেব। তাঁরা মদীনায় এসে জিজ্ঞাসা করলেন। যাদের কাছে তাঁরা জিজ্ঞাসা করেছিলেন তাদের মধ্যে উম্মে সুলাইম রা.-ও ছিলেন। তিনি তাদের সাফিয়্যা (উম্মুল মু’মিনীন) রা.-এর ঘটনাটি বর্ণনা করলেন। হাদীসটি খালিদ ও কাতাদা রহ. ইকরিমা রহ. থেকে বর্ণনা করেন।