হাদীস নং ১৬৪৫
আসবাগ ইবনে ফারজ রহ………আনাস ইবনে মালিক রা. থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুহর, আসর, মাগরিব ও ইশার সালাত আদায় করে উপত্যকায় কিছুক্ষণ শুয়ে থাকেন। তারপর সাওয়ারীতে আরোহণ করে বায়তুল্লাহর দিকে এসে তিনি বায়তুল্লাহ দিকে এসে তিনি বায়তুল্লাহর তাওয়াফ করেন। লায়স রহ………আনাস ইবনে মালিক রা.-এর মাধ্যমে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ হাদীস বর্ণনায় আমর ইবেন হারিস রহ-এর অনুসরণ করেছেন।