বুখারি হাদিস নং ১৬৩৯ – প্রতিটি কংকরের সাথে তাকবীর বলা।

হাদীস নং ১৬৩৯

মুসাদ্দাদ রহ……..আমাশ রহ. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হাজ্জাজকে মিম্বরের উপর এরূপ বলতে শুনেছি, যে সূরার মধ্যে বাকারার উল্লেখ রয়েছে, যে সূরার মধ্যে আলে ইমরানের উল্লেখ রয়েছে এবং যে সূরার মধ্যে নিসা-এর উল্লেখ রয়েছে অর্থাৎ সে সূরা বাকারা, সূরা আলে ইমরান ও সূরা নিসা বলা পছন্দ করত না। বর্ণনাকারী আমাশ রহ. বলেন, এ ব্যাপারটি আমি ইবরাহীম রহ.-কে বললাম। তিনি বললেন, আমার কাছে আবদুর রাহমান ইবনে ইয়াযীদ রা. বর্ণনা করেছেন যে, জামরায়ে আকাবাতে কংকর মারার সময় তিনি ইবনে মাসউদ রা.-এর সঙ্গে ছিলেন। ইবনে মাসউদ রা. বাতনে ওয়াদীতে গাছটির বরাবর এসে জামরাকে সামনে রেখে দাঁড়ালেন এবং তাকবীর সহকারে কংকর মারলেন। এরপর বললেন, সে সত্তার কসম যিনি ব্যতীত কোন ইলাহ নেই, এ স্থানেই দাঁড়িয়ে ছিলেন তিনি, যার উপর নাযিল হয়েছে সূরা বাকারা (অর্থাৎ সূরা বাকারা বলা বৈধ।