বুখারি হাদিস নং ১৬২৩ – উমরা আদায়ের পর তামাত্তু কারীর চুল ছাটা।

হাদীস নং ১৬২৩

মুহাম্মদ ইবনে আবু বকর রহ………ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এসে সাহাবীদের নির্দেশ দিলেন, তারা যেন বায়তুল্লাহ এবং সাফা ও মারওয়ার তাওয়াফ করে। এরপর মাথার চুল মুড়িয়ে বা চুল ছেটে হালাল হয়ে যায়।