বুখারি হাদিস নং ১৬১৯

হাদীস নং ১৬১৯

আবদুল্লাহ ইবনে ইউসুফ রহ……….আবদুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিত যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : ইয়া আল্লাহ ! মাথা মুণ্ডনকারীদের প্রতি রহম করুন। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলাল্লাহ ! যারা মাথার চুল ছোট করেছে তাদের প্রতিও। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : ইয়া আল্লাহ ! মাথা মুণ্ডন কারীদের প্রতি রহম করুন। সাহবীগণ বললেন, ইয়া রাসূলাল্লাহ ! যারা চুল ছোট করেছে তাদের প্রতিও। এবার নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : যারা চুল ছোট করেছে তাদের প্রতিও। লায়স রহ. বলেন, আমাকে নাফি রহ. বলেছেন, আল্লাহ মাথামুণ্ডনকারীদের প্রতি রহমত বর্ষণ করুন, এ কথাটি তিনি একবার অথবা দু’ বার বলেছেন। রাবী বলেন, উবাদুল্লাহ রহ. নাফি রহ. থেকে বর্ণনা করেন, চতুর্থবার বলেছেন : চুল যারা ছোট করেছে তাদের প্রতিও।