বুখারি হাদিস নং ১৬১৩ – মাথা কামানোর আগে কুরবানী করা।

হাদীস নং ১৬১৩

মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে হাওশাব রহ…….ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সে ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হল, যে মাথা কামানোর আগে কুরবানী অথবা অনুরূপ কোন কাজ করেছে। তিনি বললেন : এতে কোন দোষ নেই, এত কোন দোষ নেই।