বুখারি হাদিস নং ১৫৯২ – যে নিজ হাতে কিলাদা বাঁধে।

হাদীস নং ১৫৯২

আবদুল্লাহ ইবনে ইউসুফ রহ…….যিয়াদ ইবনে আবু সুফিয়ান রহ. থেকে বর্ণিত যে, তিনি আয়িশা রা.-এর নিকট পত্র লিখলেন যে, আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেছেন, যে ব্যক্তি কুরবানীর পশু (মক্কা) পাঠায় তা যবেহ না করা পর্যন্ত তার জন্য ঐ সমস্ত কাজ হারাম হয়ে যায়, যা হাজীদের জন্য হারাম। (বর্ণনাকারিণী) আমরা রহ. বলেন, আয়িশা রা. বললেন, ইবনে আব্বাস রা. যেমন বলেছেন, ব্যাপারে তেমন নয়। আমি নিজ হাতে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কুরবানীর পশুর কিলাদা পাকিয়ে দিয়েছি আর তিনি নিজ হাতে তাকে কিলাদা পরিয়ে দিন। এরপর আমার পিতার সংগে তা পাঠান। সে জানোয়ার যবেহ করা পর্যন্ত আল্লাহ কর্তৃক হালাল করা কোন বস্তু নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি হারাম হয়নি।