বুখারি হাদিস নং ১৫৬২ – আরাফা থেকে ফিরার পথে চলার গতি।

হাদীস নং ১৫৬২

আবদুল্লাহ ইবনে ইউসুফ রহ………উরওয়া রহ. থেকে বর্ণিত, তিনি বলেন, উসামা রা. কে জিজ্ঞাসা করা হল, তখন আমিও সেখানে বসা ছিলাম, বিদায় হজ্জের সময় নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাফা থেকে ফিরতেন তখন তাঁর চলার গতি কি ছিল ? তিনি বললেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুতগতিতে চলতেন এবং যখন পথ মুক্ত পেতেন তখন তার চাইতেও দ্রুতগতিতে চলতেন। রাবী হিশাম রহ. বলেন, عنق থেকেও দ্রুতগতির ভ্রমণকে نص বলা হয়। আবু আবদুল্লাহ রহ. বলেন, فجوة অর্থ متسع খোলা পথ, এর বহুবচন হল فجوات ও فجاء- ركوة ও ركاء শব্দদ্বয়ও অনুরূপ। (কুরআনে বর্ণিত) ولات حين مناص এর অর্থ হল, পরিত্রাণের কোন উপায়-অবকাশ নেই।