বুখারি হাদিস নং ১৫৫৬ – সকালে মিনা থেকে আরাফা যাওয়ার সময় তালবিয়া ও তাকবীর বলা।

হাদীস নং ১৫৫৬

আবদুল্লাহ ইবনে ইউসুফ আশ-শামী রহ………মুহাম্মদ ইবনে আবু বকর সাকাফী রহ. থেকে বর্ণিত, তিনি আনাস ইবনে মালিক রা.-কে জিজ্ঞাসা করলেন, তখন তাঁরা উভয়ে সকাল বেলায় মিনা থেকে আরাফার দিকে যাচ্ছিলেন, আপনারা এ দিনে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সংগে থেকে কিরূপ করতেন ? তিনি বললেন, আমাদের মধ্যে যারা তালবিয়া পড়তে চাইত তারা পড়ত, তাঁতে বাঁধা দেয়া হত না এবং তাকবীর পড়তে চাইত তারা তাকবীর পড়ত, এতেও বাঁধা দেয়া হত না।