বুখারি হাদিস নং ১৫৫০ – যিলহজ্জ মাসের আট তারিখ হাজী কোথায় যুহরের সালাত আদায় করবে ?

হাদীস নং ১৫৫০

আবদুল্লাহ ইবনে মুহাম্মদ রহ……..আবদুল আযীয ইবনে রুফাইয় রহ. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস ইবনে মালিক রা.-কে জিজ্ঞাসা করলাম, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনি যা উত্তমরূপে স্মরণ রেখেছেন তার কিছুটা বলুন। বলুন, যিলহজ্জ মাসের আট তারিখ যুহর ও আসরের সালাত তিনি কোথায় আদায় করতেন ? তিনি বললেন, মিনায়। আমি বললাম, মিনা থেকে ফিরারদিন আসলের সালাত তিনি কোথায় আদায় করেছেন ? তিনি বললেন, মুহাসসাবে। এরপর আনাস রা. বললেন, তোমাদের আমীরগণ যেরূপ করবে, তোমরাও অনুরূপ কর।