হাদীস নং ১৫৩৫
ইসহাক ইবনে শাহীন রহ…….ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করার স্থানে এসে পানি চাইলেন, আব্বাস রা. বললেন, হে ফাযল ! তোমার মার নিকট যাও। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য তার নিকট থেকে পানীয় নিয়ে এস। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : এখান থেকেই পান করান। আব্বাস রা. বললেন, ইয়া রাসূলাল্লাহ ! লোকেরা এই পানিতে হাতে রাখে। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : এখান থেকেই দিন এবং এই পানি থেকেই পান করলেন। এরপর যমযম কূপের নিকট এলেন। লোকেরা পানি তুলে (হাজীদের) পান করচ্ছিল, তখন তিনি বললেন : তোমরা কাজ করে যাও। তেমরা নেক কাজে রত আছ। এরপর তিনি বললেন : তোমরা পরাভূত হয়ে যাবে এ আশংকা না থাকলে আমি নিজেই নেমে (বালতির) রজ্জু এখানে নিতাম; এ বলে তিনি আপন কাঁধের প্রতি ইশারা করেন।