বুখারি হাদিস নং ১৫২৮ – তাওয়াফের দু’ রাকআত সালাত মাকামে ইবরাহীমের পিছনে আদায় করা।

হাদীস নং ১৫২৮

আদম রহ…..ইবনে উমর রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় উপনীত হয়ে সাত চক্করে তাওয়াফ সম্পন্ন করে মাকামে ইবরাহীমের পিছনে দু’ রাকআত সালাত আদায় করলেন। তারপর সাফার দিকে বেরিয়ে গেলেন। (ইবনে উমর রা. বলেন) মহান আল্লাহ বলেছেন : “নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মধ্যে রয়েছে উত্তম আদর্শ”।