বুখারি হাদিস নং ১৫২৫ – নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফের সাত চক্কর পূর্ণ করে দু’ রাকআত সালাত আদায় করেছেন।

হাদীস নং ১৫২৫

কুতাইবা রহ………আমর রহ. থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা ইবনে উমর রা.-কে জিজ্ঞাসা করলাম, উমরাকারীর জন্য সাফা ও মারওয়া সায়ী করার পূর্বে স্ত্রী সহবাস বৈধ হবে কি ? তিনি বললেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় উপনীত হয়ে সাত চক্করে বায়তুল্লাহর তাওয়াফ সমাপ্ত করে মাকামে ইবরাহীমের পিছনে দু’ রাকআত সালাত আদায় করেন, তারপর সাফা ও মারওয়া সায়ী করেন। এরপর ইবনে উমর রা. তিলাওয়াত করেন, “তোমাদের জন্য নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মধ্যে উত্তম আদর্শ রয়েছে”। (রাবী) আমর রহ. বলেন, আমি জাবির ইবনে আবদুল্লাহ রা. কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, সাফা ও মারওয়া সায়ী করার পূর্বে স্ত্রী সহবাস বৈধ নয়।