হাদীস নং ১৫২১
ইসমাঈল রহ…….নবী সহধর্মিণী উম্মু সালামা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট অসুস্থতার কথা জানালে তিনি বললেন : বাহনে আরোহণ করে মানুষের পেছনে পেছনে থেকে তাওয়াফ কর। আমি মানুষের পেছনে পেছনে থেকে তাওয়াফ করছিলাম, তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাঘরের পার্শ্বে সালাত আদায় করছিলেন এবং তাঁতে তিনি والطور وكتاب مسطور এই (সূরাটি) তিলাওয়াত করেছিলেন।