হাদীস নং ১৫১১
মুসাদ্দাদ রহ……….ইবনে উমর রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে (তাওয়াফ করার সময়) এ দুটি রুকন ইস্তিলাম করতে দেখেছি, তখন থেকে ভীড় থাকুক বা নাই থাকুক কোন অবস্থাতেই এ দুইয়ের ইস্তিলাম করা বাদ দেইনি। (রাবী উবায়দুল্লাহ রহ. বলেন) আমি নাফিকে রহ. জিজ্ঞাসা করলাম, ইবনে উমর রা. কি ঐ রুকনের মধ্যবর্তী স্থানে স্বাভাবিক গতিতে চলতেন ? তিনি বললেন, সহজে ইস্তিলাম করার উদ্দেশ্যে তিনি (এতদূভয়ের মাঝে) স্বাভাবিকভাবে চলতেন।