বুখারি হাদিস নং ১৫০৯

হাদীস নং ১৫০৯

মুহাম্মদ রহ………ইবনে উমর রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জ এবং উমরার তাওয়াফে (প্রথম) তিন চক্করে রমল করেছেন, অবশিষ্ট চার চক্করে স্বাভাবিক গতিতে চলেছেন। লাইস রহ. হাদীস বর্ণনায় সুরাইজ ইবনে নুমান রহ.-এর অনুসরণ করে বলেন, কাসীর ইবনে ফারকাদ রহ……….ইবনে উমর রা. সূত্রে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন।