বুখারি হাদিস নং ১৫০৪ – কাবার ভিতরে সালাত আদায় করা।

হাদীস নং ১৫০৪

আহমদ ইবনে মুহাম্মদ রহ…….ইবনে উমর রা. থেকে বর্ণিত যে, যখন তিনি কাবা ঘরের ভিতরে প্রবেশ করতেন, তখন দরজা পিছনে রেখে সোজা সম্মুখের দিকে চলে যেতেন, এতদূর অগ্রসর হতেন যে, সম্মুখের দেওয়ালটি মাত্র তিন হাত পরিমাণ দূরে থাকত এবং বিলাল রা. নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সালাত আদায় করেছেন বলে বর্ণনা করেছেন, সেখানে গিয়ে দাঁড়িয়ে তিনি সালাত আদায় করতেন। অবশ্য কাবার ভিতরে যে কোন স্থানে সালাত আদায় করাতে কোন দোষ নেই।