বুখারি হাদিস নং ১৪৯৯ – কাবাঘরের গিলাফ পরানো।

হাদীস নং ১৪৯৯

আবদুল্লাহ ইবনে আবদুল ওয়াহহাব এবং কাবীসা রহ………..আবু ওয়াইল রহ. থেকে বর্ণিত, তিনি বলেন, কাবার সামনে আমি শায়বার সাথে কুরসীতে বসলাম। তখন তিনি বললেন, উমর রা. এখানে বসেই বলেছিলেন, আমি কাবাঘরে রক্ষিত সোনা ও রূপা বন্টন করে দেওয়ার ইচ্ছা করেছি। (শায়বা বলেন) আমি বললাম, আপনার উভয় সঙ্গী (নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রা.) তো এরূপ করেননি। তিনি বললেন, তাঁরা এমন দু’ ব্যক্তিত্ব যাদের অনুসরণ আমি করব।