বুখারি হাদিস নং ১৪৯৮

হাদীস নং ১৪৯৮

আহমদ ইবনে হাফস রহ……….আবু সাঈদ খুদরী রা. সূত্রে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়াজুজ ও মাজুজ বের হওয়ার পরও বায়তুল্লাহর হজ্জ ও উমরা পালিত হবে । আবান ও ইমরান রহ. কাতাদা রহ. থেকে হাদীস বর্ণনায় হাজ্জাজ ইবনে হাজ্জাজের অনুসরণ করেছেন। আবদুর রহমান রহ. শুবা রহ. থেকে বর্ণনা করেন, বায়তুল্লাহর হজ্জ বন্ধ না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। প্রথম রিওয়ায়াতটি অধিক গ্রহণযোগ্য। আবু আবদুল্লাহ (ইমাম বুখারী) রহ. বলেন, কাতাদা রহ. রিওয়ায়েতটি আবদুল্লাহ রহ. থেকে এবং আবদুল্লাহ রহ. আবু সাঈদ রা. থেকে শুনেছেন।