বুখারি হাদিস নং ১৪৫৭ –

হাদীস নং ১৪৫৭

মুহাম্মদ ইবনে ইউসুফ রহ………..আয়িশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তালবিয়া পাঠ করতেন তা আমি ভালোরূপে অবগত (তাঁর তালবিয়া ছিল) আমি হাযির হে আল্লাহ ! আমি হাযির, আমি হাযির, আপনার কোন অংশীদার নেই, আমি হাযির, সকর প্রশংসা ও সকল নিয়ামত আপনারই। আবু মুআবিয়া রহ. আমাশ রহ. থেকে বর্ণনায় সফিয়া রহ.-এর অনুসরণ করেছেন। শুবা রহ…..আবু আতিয়্যা রহ. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়িশা রা. থেকে শুনেছি।