হাদীস নং ১৪৫১
আবদুল্লাহ ইবনে মুহাম্মদ রহ…….ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত যে, আরাফা থেকে মযদালিফা পর্যন্ত একই বাহনে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পিছনে উসামা ইবনে যায়েদ রা. উপবিষ্ট ছিলেন। এরপর মুযদালিফা থেকে মিনা পর্যন্ত ফযল (ইবনে আব্বাস রা.)-কে তাঁর পিছনে আরোহণ করান। ইবনে আব্বাস রা. বলেন, তাঁরা উভয়ই বলেছেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামরা আকাবায় কংকর নিক্ষেপ করা পর্যন্ত তালবিয়া পাঠ করছিলেন।