হাদীস নং ১৪৩৩
ইয়াহইয়া ইবনে বিশর রহ………..ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়ামানের অধিবাসীগণ হজ্জে গমনকালে পাথেয় সংগে নিয়ে যেত না এবং তারা বলছিল, আমরা আল্লাহর প্রতি নির্ভরশীল। কিন্তু মক্কায় উপনীত হয়ে তারা মানুষের দ্বারে দ্বারে যাচনা করে বেড়াত। এ প্রসঙ্গে আল্লাহ অবতীর্ণ করেন : তোমরা পাথেয়র ব্যবস্থা করা, আত্মসংযম ই শ্রেষ্ঠ পাথেয়। হাদীসটি ইবনে উয়ায়না রহ. আমর রহ. সূত্রে ইকরিমা রহ. থেকে মুরসালরূপে বর্ণনা করেছেন।