বুখারি হাদিস নং ১৪২৯ – হজ্জে মাবরূর -এর ফজিলত।

হাদীস নং ১৪২৯

আবদুল আযীয ইবনে আবদুল্লাহ রহ……….আবু হুরায়রা রা. থেকে বর্ণিত যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করা হল, সর্বোত্তম আমল কোনটি ? তিনি বললেন, আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনা। জিজ্ঞাসা করা হল, তারপর কোনটি ? তিনি বললেন : আল্লাহর পথে জিহাদ করা। জিজ্ঞাসা করা হল, তারপর কোনটি ? তিনি বললেন : হজ্জ-ই মাবরূর (মাকবুল হজ্জ)।