বুখারি হাদিস নং ১৪২২ – ঈদের সালাতের পূর্বেই সাদকাতুল ফিতর আদায় করা।

হাদীস নং ১৪২২

মুআয ইবনে ফাযালা রহ……….আবু সাঈদ খুদরী রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে ঈদের দিন এক সা’ পরিমাণ খাদ্য সাদকাতুল ফিতর হিসাবে আদায় করতাম। আবু সাঈদ রা. বলেন, আমাদের খাদ্যদ্রব্য ছিল যব, কিসমিস, পনির ও খেজুর।