বুখারি হাদিস নং ১৪২০ – (সাদকাতুল ফিরত) এক সা’ পরিমাণ পরিমাণ কিসমিস।

হাদীস নং ১৪২০

আবদুল্লাহ ইবনে মুনীর রহ…….আবু সাঈদ খুদরী রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে এক সা’ খাদ্যদ্রব্য বা এক সা’ খেজুর বা এক সা’ যব বা এক সা’ কিসমিস দিয়ে সাদকাতুল ফিতর আদায় করতাম। মুআবিয়া রা.-এর যুগে যখন গম আমদানী হল তখন তিনি বললেন, এক মুদ গম (পূর্বোক্তগুলোর) দু’ মুদ-এর সমপরিমাণ বলে আমার মনে হয়।