বুখারি হাদিস নং ১৪১৯ – সাদকাতুল ফিতর এক সা’ পরিমাণ খেজুর।

হাদীস নং ১৪১৯

আহমদ ইবনে ইউনুস রহ……….আবদুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতর হিসাবে এক সা’ পরিমাণ খেজুর বা এক সা’ পরিমাণ যব দিয়ে আদায় করতে নির্দেশ দেন। আবদুল্লাহ রা. বলেন, তারপর লোকেরা যবের সমপরিমাণ হিসেবে দু’ মুদ (অর্ধ সা’) গম আদায় করতে থাকে।