বুখারি হাদিস নং ১৪০৭ – সাদকার প্রকৃতি পরিবর্তন হলে।

হাদীস নং ১৪০৭

আলী ইবনে আবদুল্লাহ রহ………উম্মে আতিয়্যা আনসারীয়া রা. থেকে বর্ণিত, তিনি বলেন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়িশা রা.-এর নিকট গিয়ে বললেন : তোমাদের কাছে (খাওয়ার) কিছু আছে কি ? আয়িশা রা. বললেন : না, তবে আপনি সাদকা স্বরূপ নুসায়বাকে বকরীর যে গোশত পাঠিয়েছিলেন, সে তার কিছু পাঠিয়ে দিয়েছিল (তা ছাড়া কিছু নেই)। তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : সাদকা তার যথাস্থানে পৌছেছে।