বুখারি হাদিস নং ১৪০৪ – নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর বংশধরদের সাদকা দেওয়া সম্পর্কে আলোচনা।

হাদীস নং ১৪০৪

আদম রহ……..আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, হাসান ইবনে আলী রা. সাদকার একটি খেজুর নিয়ে মুখে দিলেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা ফেলে দেওয়ার জন্য কাখ কাখ (ওয়াক ওয়াক) বললেন। তারপর বললেন : তুমি কি জান না যে, আমরা সাদকা খাইনা।