হাদীস নং ১৩৯৮
উমর ইবনে মুহাম্মদ ইবনে হাসান আসাদী রহ……….আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, খেজুর কাটার মৌসুমে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে (সাদকার) খেজুর আনা হত। অমুকে তার খেজুর নিয়ে আসত, অমুকে এর খেজুর নিয়ে আসত। এভাবে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে খেজুর স্তুপ হয়ে গেল। হাসান ও হুসাইন রা. সে খেজুর নিয়ে খেলতে লাগলেন, তাদের একজন একটি খেজুর নিয়ে তা মুখে দিলেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন এবং তার মুখ থেকে খেজুর বের করে বললেন, তুমি কি জান না যে, মুহাম্মদের বংশধর (বনু হাশিম) সাদকা খায় না।