বুখারি হাদিস নং ১৩৯১

হাদীস নং ১৩৯১

ইয়াকুব ইবনে ইবরাহীম রহ…….শাবী রহ. থেকে বর্ণিত যে, মুগীরা ইবনে শু’বা রহ.-এর কাতিব (একান্ত সচিব) বলেছেন, মুআবিয়া রা. মুগীরা ইবনে শু’বা রা.-এর কাছে লিখে পাঠালেন যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছ থেকে আপনি যা শুনেছেন তার কিছু আমাকে লিখে জানান। তিনি তাঁর কাছে লিখলেন, আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, আল্লাহ তোমাদের তিনটি কাজ অপছন্দ করেন, ১. অনর্থক কথাবার্তা, ২. সম্পদ নষ্ট করা এবং ৩. অত্যাধিক সাওয়াল করা।