হাদীস নং ১৩৮৩
আবুল ইয়ামান রহ……….আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত দেওয়ার নির্দেশ দিলে বলা হল, ইবনে জামীল, খালিদ ইবনে ওয়ালিদ ও আব্বাস ইবনে আবদুল মুত্তালিব রা. যাকাত প্রদানে অস্বীকার করছে। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : ইবনে জামীলের যাকাত না দেওয়ার কারণ এ ছাড়া কিছু নয় যে, সে দরিদ্র ছিল, পরে আল্লাহ অনুগ্রহে ও তাঁর রাসূলের বরকতে সম্পদশালী হয়েছে। আর খালিদের ব্যাপারে হল তোমরা খালিদের উপর অন্যায় করেছ, কারণ সে তার বর্ম ও অন্যান্য যুদ্ধাস্ত্র আল্লাহর পথে আবদ্ধ রেখেছছে। আর আব্বাস ইবনে আবদুল মুত্তালিব রা. তো আল্লাহর রাসূলের চাচা। তাঁর যাকাত তাঁর জন্য সাদকা এবং সমপরিমাণও তার জন্য সাদকা। ইবনে আবুয যিনাদ রহ. তাঁর পিতা থেকে হাদীস বর্ণনায় শুআইব রহ.-এর অনুসরণ করেছেন। আর ইবনে ইসহাক রহ. আবুয যিনাদ রহ. থেকে হাদীসের শেষাংশে ‘সাদকা’ শব্দের উল্লেখ করেননি। ইবনে জুরাইজ রহ. বলেন, আরাজ রহ. থেকে অনুরূপ হাদীস আমার নিকট বর্ণনা করা হয়েছে।