বুখারি হাদিস নং ১৩৮১ – স্বামী ও পোষ্য ইয়াতীমকে যাকাত দেওয়া।

হাদীস নং ১৩৮১

উমর ইবনে হাফস ইবনে গিয়াস রহ……….আবদুল্লাহ (ইবনে মাসউদ) রা.-এর স্ত্রী যায়নাব রা. থেকে বর্ণিত, (রাবী আমাশ রহ. বলেন) আমি ইবরাহীম রহ.-এর সাথে এ হাদীসের আলোচনা করলে তিনি আবু উবায়দা সূত্রে আমর ইবনে হারিস রহ.-এর মাধ্যমে আবদুল্লাহ রা.-এর স্ত্রী যায়নাব রা. থেকে হুবহু বর্ণনা করেন। তিনি (যায়নাব রা.) বলেন, আমি মসজিদে ছিলাম। তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দেখলাম তিনি বলছেন : তোমরা সাদকা দাও যদিও তোমাদের অলংকার থেকে হয়। যায়নাব রা. আবদুল্লাহ রা. ও তাঁর পোষ্য ইয়াতীমের প্রতি খরচ করতেন। তখন তিনি আবদুল্লাহকে বললেন, তুমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট জেনে এসো যে, তোমার প্রতি এবং আমার পোষ্য ইয়াতীমদের প্রতি খরচ করলে আমার পক্ষ থেকে সাদকা আদায় হবে কি ? তিনি (ইবনে মাসউদ রা.) বললেন, বরং তুমিই নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে জেনে এসো। এরপর আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট গেলাম। তাঁর দরজায় আরো একজন আনসারী মহিলাকে দেখলাম, তার প্রয়োজনও আমার প্রয়োজনের অনুরূপ। তখন বিলাল রা.-কে আমাদের পাশ দিয়ে যেতে দেখে বললাম, আপনি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে জিজ্ঞাসা করুন, স্বামী ও আপন (পোষ্য) ইয়াতীমের প্রতি সাদকা করলে কি আমার পক্ষ থেকে তা যথেষ্ট হবে ? এবং এ কথাও বলেছিলাম যে ,আমাদের কথা জানাবেন না। তিনি প্রবেশ করে তাকে জিজ্ঞাসা করলেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : তারা কে ? বিলাল রা. বললেন, যায়নাব। তিনি আবার জিজ্ঞাসা করলেন, কোন যায়নাব ? তিনি উত্তর দিলেন, আবদুল্লাহর স্ত্রী। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : তার জন্য দুটি সাওয়াব রয়েছে, আত্মীয়কে দেওয়ার সাওয়াব আর সাদকা দেওয়ার সাওয়াব।