বুখারি হাদিস নং ১৩৭৬ – নিকটাত্মীয়দের কে যাকাত দেওয়া।

হাদীস নং ১৩৭৬

আবদুল্লাহ ইবনে ইউসুফ রহ………..আনাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, মদীনার আনসারীগণের মধ্যে আবু তালহা রা. সবচেয়ে অধিক খেজুর বাগানের মালিক ছিলেন। মসজিদে নববীর নিকটবর্তী বাযরুহা নামক বাগানটি তাঁর কাছে অধিক প্রিয় ছিল। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বাগানে প্রবেশ করে এর সুপেয় পানি পান করতেন। আনাস রা. বলেন, যখন এ আয়াত অবতীর্ণ হল : “তোমরা যা ভালবাস তা থেকে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো পুণ্য লাভ করবে না” (৩ : ৯২) তখন আবু তালহা রা. নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ ! আল্লাহ বলছেন : তোমরা যা ভালবাস তা থেকে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো পুণ্য লাভ করবে না। আর বাযরুহা নামক বাগানটি আমার কাছে অধিক প্রিয়। এটি আল্লাহর নামে সাদকা করা হল, আমি এর কল্যাণ কামনা করি এবং তা আল্লাহর নিকট আমার জন্য সঞ্চাররূপে থাকবে। কাজেই আপনি যাকে দান করা ভাল মনে করেন তাকে দান করুন। তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : তোমাকে ধন্যবাদ, এ হচ্ছে লাভজনক সম্পদ, এ হচ্ছে লাভজনক সম্পদ। তুমি যা বলেছ তা শুনলাম। আমি মনে করি, তোমার আপনজনদের মধ্যে তা বন্টন করে দাও। আবু তালহা রা. বললেন, ইয়া রাসূলাল্লাহ ! আমি তাই করব। তারপর তিনি তাঁর আত্মীয়-স্বজন, আপন চাচার বংশদরের মধ্যে তা বন্টন করে দিলেন। রাবী রাওহ রহ. (রাবেহ) শব্দে আবদুল্লাহ ইবনে ইউসুফ রহ.-এর অনুসরণ করেছেন। আর রাবী ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া রহ. ও ইসমাঈল রহ. মালিক রহ. থেকে (রায়েহ) শব্দ বলেছেন।