বুখারি হাদিস নং ১৩৭২ – বকরীর (চার মাস বয়সের মাদী) বাচ্চা যাকাত হিসেবে গ্রহণ করা।

হাদীস নং ১৩৭২

আবুল ইয়ামান ও লায়স রহ……….আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আবু বকর রা. বলেছেন, আল্লাহর কসম ! তারা যদি (যাকাতের) ঐ রূপে একটি ছাগল ছানাও দিতে অস্বীকার করে যা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে দিত, তবুও তাদের বিরুদ্ধে যাকাত না দেওয়ার কারণে আমি লড়াই করব। উমর রা. বলেন, আমি স্পষ্ট বুঝেছি যে, যুদ্ধের ব্যাপারে আল্লাহ আবু বকরের হৃদয় খুলে দিয়েছেন, তাই বুঝলাম তাঁর সিদ্ধান্তই যথার্থ।