বুখারি হাদিস নং ১৩৭১ – অধিক বয়েসে দাঁত পড়া বৃদ্ধ ও ত্রুটিপূর্ণ বকরী এবং পাঠা যাকাত হিসেবে গ্রহণ করা হবে না, তবে উসূলকারী যা ইচ্ছা করেন।

হাদীস নং ১৩৭১

মুহাম্মদ ইবনে আবদুল্লাহ রহ…………আনাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাঁর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি যাকাতের যে বিধান দিয়েছেন তা আবু বকর রা. তাঁর নিকট লিখে পাঠান তাঁতে রয়েছে : অধিক বয়সে দাঁত পড়া বৃদ্ধি ও ত্রুটিপূর্ণ বকরী এবং পাঠা যাকাত হিসেবে গ্রহণ করা যাবে না, তবে উসুলকারী যা ইচ্ছা করেন।