হাদীস নং ১৩৬১
আহমদ ইবনে ইউনুস রহ……….উম্মে আতিয়্যাহ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নুসায়ব নাম্নী আনসারী মহিলার জন্য একটি ববকরী (সাদকা স্বরূপ) পাঠানো হল। তিনি বকরীর কিছু অংশ আয়িশা রা.-কে (হাদিয়া স্বরূপ) পাঠিয়ে দিলেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : তোমাদের কাছে (আহার্য) কিছু আছে কি ? আয়িশা রা. বললেন, নুসায়বা কর্তৃক প্রেরিত সেই বকরীর গোশত ব্যতীত আর কিছুই নেই। তখন তিনি বললেন : তাই নিয়ে এসো, কেননা বকরী (সাদকা) যথাস্থানে গেছে (সাদকা গ্রহীতার নিকট)।