বুখারি হাদিস নং ১৩৫৮ – মহান আল্লাহর বাণী : যে ব্যক্তি দান করে এবং তাকওয়া অবলম্বন করে এবং যা উত্তম তা গ্রহণ করে আমি তার জন্য সহজ পথ সুগম করে দেব। আর যে ব্যক্তি কার্পণ্য করে ও নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে……….(৯২ : ৫-৮)। হে আল্লাহ ! তার দানে উত্তম প্রতিদান দিন।

হাদীস নং ১৩৫৮

ইসমাঈল রহ……..আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : প্রতিদিন সকালে দু’ জন ফেরেশতা অবতরণ করেন। তাদের একজন বলেন, হে আল্লাহ ! দাতাকে তার দানের প্রতিদান দিন আর অপরজন বলেন, হে আল্লাহ ! কৃপণ কে ধ্বংস করে দিন।