হাদীস নং ১৩৪১
আলী ইবনে জা’দ রহ……….হারিসা ইবনে ওহব খুযায়ী রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, তোমরা সাদকা কর। কেননা অচিরেই তোমাদের উপর এমন সময় আসবে, যখন মানুষ সাদকার মাল নিয়ে ঘুরে বেড়াবে, তখন গ্রহীতা বলবে, গতকাল নিয়ে এলে গ্রহণ করতাম কিন্তু আজ এর কোন প্রয়োজন আমার নেই।