বুখারি হাদিস নং ১৩২২ – যে সম্পদের যাকাত আদায় করা হয় তা কানয (জমাকৃত সম্পদ)-এর অন্তর্ভূক্ত নয়, পাঁচ উকিয়া-এর কম পরিমাণ সম্পদের উপর যাকাত নেই।

হাদীস নং ১৩২২

আহমদ ইবনে শাবীব ইবনে সাঈদ রহ……..খালিদ ইবনে আসলাম রহ. থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আবদুল্লাহ ইবনে উমর রা.-এর সাথে বের হলাম। এক মরু বাসী তাকে বলল, আল্লাহ তা’আলার বাণী : “যারা সোনা-রূপা জমা করে রাখে-এর ব্যাখ্যা সম্পর্কে আমাকে অবহিত করুন। ইবনে উমর রা. বললেন, যে ব্যক্তি সম্পদ জমা করে রাখে আর এর যাকাত আদায় করে না, তার জন্য রয়েছে শাস্তি-এ তো ছিল যাকাত বিধান অবতীর্ণ হওয়ার আগের কথা। এরপর যখন যাকাত বিধান অবতীর্ণ হল তখন একে আল্লাহ সম্পদের পবিত্রতা লাভের উপায় কারে দিলেন।