বুখারি হাদিস নং ১৩১৭

হাদীস নং ১৩১৭

হাজ্জাজ ইবনে মিনহার রহ……….ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আবদুল কায়স গোত্রের প্রতিনিধি দল নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর দরবারে উপস্থিত হয়ে আরয করল, ইয়া রাসূলাল্লাহ ! আমরা রাবীআ গোত্রের লোক, আমাদের ও আপনার (মদীনার) মাঝে মুযার গোত্রের কাফিররা প্রতিবন্ধক হয়ে রয়েছে। আমরা আপনার নিকট কেবল নিষিদ্ধ মাস (যুদ্ধ বিরতির মাস) ব্যতীত নির্বিঘ্নে আসতে পানি না। কাজেই এমন কিছু আমলের নির্দেশ দিন যা আমরা আপনার নিকট থেকে শিখে (আমাদের গোত্রের) অনুপস্থিতদের কে সেদিকে দাওয়াত দিতে পারি। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : তোমাদেরকে চারটি বিষয়ের আদেশ করছি ও চারটি বিষয় থেকে নিষেধ করছি। (পালনীয় বিষয়গুলো হল: ) আল্লাহর প্রতি ঈমান আনা তথা সাক্ষ্য প্রদান করা যে, আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই। (রাবী বলেন) এ কথা বলার সময় নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম )একক নির্দেশক) তাঁর হাতের অঙ্গুলী বন্ধ করেন, সালাত কায়েম করা, যাকাত আদায় করা ও তোমরা গনীমতের এক-পঞ্চমাংশ আদায় কবে এবং আমি তোমাদেরকে নিষেধ করছি যে,( الدباء) শুস্ক কদু খোলস,( الحنتم) সবুজ রং প্রলেপযুক্ত পাত্র,( النقير) খেজুর কাণ্ড নির্মিত পাত্র,( المزفت) তৈলজ পদার্থ প্রলেপযুক্ত মাটির পাত্র ব্যবহার করতে। সুলাইমান ও আবু নুমান রহ. হাম্মাদ রহ. থেকে বর্ণিত হাদীসে الإيمان بالله شهادة أن لا إله إلا الله এরূপ বর্ণনা করেছেন واو ব্যতীত।