বুখারি হাদিস নং ১৩১৩ – যাকাত ওয়াজিব হওয়া।

হাদীস নং ১৩১৩

আবু আসিম যাহহাক ইবনে মাখলাদ রহ…….ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রা.কে (শাসকরূপে) ইয়ামান অভিমুখে প্রেরণ কালে বলেন, সেখানের অধিবাসীদের কে আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই এবং আমি (মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল- এ কথার সাক্ষ্যদানের দাওয়াত দিবে। যদি তারা এ কথা মেনে নেয়, তাহলে তাদেরকে জানিয়ে দিবে, আল্লাহ তাদের উপর প্রতিদিন ও রাতে পাঁচ ওয়াক্ত সালাত ফরয করেছেন। তারা যদি এ কথা মেনে নেয়, তবে তাদেরকে জানিয়ে দিবে, আল্লাহ তাদের সম্পদের উপর সাদকা (যাকাত) ফরয করেছেন। তাদের মধ্যকার (নেসাব পরিমাণ) সম্পদশালীদের নিকট থেকে (যাকাত) উসুল করে তাদের দরিদ্রদের বিতরণ করে দেওয়া হবে।