বুখারি হাদিস নং ১২৮৮

হাদীস নং ১২৮৮

আবদান রহ………আয়িশা রা. থেকে বর্ণিত যে, এক ইয়াহুদী স্ত্রীলোক আয়িশা রা.-এর কাছে এসে কবর আযাব সম্পর্কে আলোচনা করে তাকে (দু’আ করে) বলল, আল্লাহ আপনাকে কবর আযাব থেকে রক্ষা করুন। পরে আয়িশা রা. কবর আযাব সম্পর্কে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন : হ্যাঁ, কবর আযাব (সত্য)। আয়িশা রা. বলেন, এরপর থেকে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে এমন কোন সালাত আদায় করতে আমি দেখিনি, যাতে তিনি কবর আযাব থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করেননি। (এ হাদীসের বর্ণনায়) গুনদার অধিক উল্লেখ করেছেন যে, কবর আযাব বাস্তব সত্য।