বুখারি হাদিস নং ১২৮৫ – কবর আযাব প্রসঙ্গে।

হাদীস নং ১২৮৫

হাফস ইবনে উমর রহ………বারা ইবনে আযিব রা. সূত্রে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, মু’মিন ব্যক্তিকে যখন তার কবরে বসানো হয় তখন তার কাছে উপস্থিত করা হেব ফেরেশতাগণকে। তারপর (ফেরেশতাগণের জিজ্ঞাসার জওয়াবে) সে সাক্ষ্য প্রদান করে যে “আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ঐ বিষয়টির প্রতি ইঙ্গিত করেছে আল্লাহর কালাম :আল্লাহ পার্থিব জীবনে ও আখিরাতে অবিচল রাখবেন সে সকল লোককে যারা ঈমান এনেছে, শাশ্বত বাণীতে (কালিমায়ে তায়্যিবা) । ( ১৪ : ২৭ )