হাদীস নং ১২৫৮
মাহমুদ রহ………….আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন মালাকুল মাওতকে মূসা আ.-এর কাছে পাঠানো হল। তিনি তাঁর কাছে আসলে, মূসা আ. তাকে চপেটাঘাত করলেন। (এতে তাঁর চোখ বেরিয়ে গেল)। তখন মালাকুল মাওত তাঁর প্রতিপালক এর দরবারে ফিরে গিয়ে বললেন, আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন , যে মরতে চায় না। তখন আল্লাহ তাঁর চোখ ফিরিয়ে দিয়ে হুকুম করলেন, আবার গিয়ে তাকে বল, তিনি একটি ষাঁড়ের পিঠে তাঁর হাত রাখবেন, তখন তাঁর হাত যতটুকু আবৃত করবে, তার সম্পূর্ণ অংশের প্রতিটি পশমের বিনিময়ে তাকে এক বছর করে আয়ু দান করা হবে। মূসা আ. এ শুনে বললেন, হে আমার রব ! তারপর কি হবে ? আল্লাহ বললেন : তারপর মৃত্যু। মূসা আ. বললেন, তাহলে এখনই আমি প্রস্তুত। তখন তিনি একটি পাথর নিক্ষেপ করলে যতদূর যায় বাইতুল মুকাদ্দাসের ততটুকু নিকটবর্তী স্থানে তাকে পৌঁছিয়ে দেওয়ার জন্য আল্লাহ তা’আলার কাছে আরয করলেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : এখন আমি সেখানে থাকলে অবশ্যই পাথরের পাশে লাল বালুর টিলার নিকটে তাঁর কবর তোমাদের দেখিয়ে দিতাম।